আওয়ামী লীগের অনলাইন ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য আবু সালমান গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের অনলাইন প্লাট ফরম ‘জয় বাংলা ব্রিগেড’ এর সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আবু সালমান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ্য সদস্য মোজাহারুল হক প্রধানের পুত্র। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় সদরের এমআর কলেজ মোড় থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
আজ বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিপক্ষে এবং পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করতে গঠিত আওয়ামী লীগের ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্লাট ফর্ম থেকে মিথ্যা তথ্য প্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছিল।
প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে পঞ্চগড়ের এমআর কলেজ মোড় থেকে ‘জয় বাংলা ব্রিগেড এর সদস্য আবু সালমান প্রধানকে গ্রেফতার করা হয়। সালমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি। এছাড়াও তিনি পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোঃ মোজাহারুল হক প্রধানের পুত্র।
আরও পড়ুনডিআইজি জানান, গ্রেফতার সালমান দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে বেনামে আইডি খুলে পতিত আওয়ামী লীগ সকারের পক্ষে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও খবর প্রচার করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় অনলাইন জুম মিটিং জয়বাংলা জুম ব্রিগেড এ অংশগ্রহণ করে দেশ-বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে থাকেন।
মন্তব্য করুন