ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি নিয়ে সংঘর্ষে নিহত ১,প্রতীকী ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে শাহাদত হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে ৩ মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ, স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিনের মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষের লোকজন সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোক ট্রিপল নাইনে ফোন দেয়।

সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুফিল, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন নামে একজন মারা যান। নিহতের খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এলাকায় আবারও উত্তেজনা বিরাজ করে এবং আবুলের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

আরও পড়ুন

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রৌমারী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ঘটনা স্থলে পরিদর্শন করেন। নিয়ন্ত্রণে আনতে রৌমারী রাজিবপুর থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে ও পুলিশের এসআই শাহাদতের ওপর চড়াও হয়। এতে তোপের মুখে পড়ে পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা হয়েছে। ওই ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সাথে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় লাল পিঁপড়ার কামড়ে ২৩ জন হাসপাতালে

বিকাশ-নগদ-রকেটে জমা-উত্তোলনের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসী আয়ে রেকর্ড, ২৬ দিনে এলো ২৯৪ কোটি ডলার

গোপন চ্যাট ফাঁস হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের

মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা

মেয়র ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন ইসি সচিব