ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় অবস্থিত সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড নামে অবৈধ সার কারখানায় অভিযান পরিচালনা করে ২০ টন নকল সার জব্দ করেছে যৌথবাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ওই নকল সার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে তার মালিক মো. রুবেল মিয়া পালিয়ে যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন এম নাহিয়ানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফিসহ সঙ্গীয় ফোর্স সাপমারী গ্রামের অবৈধ নকলা সার কারখানায় অভিযান চালায়। এ সময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০টি বস্তায় মোট ২০ টন নকল সার জব্দ করেছে। সারের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম জানান, সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড নামে কোনো চালানপত্র ও বৈধ কাগজপত্র নেই। এ কারখানার মালিক রুবেল সাপমারী গ্রামে গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম