ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৪ বিকাল

জন্মদিনের আগেই প্রিয়াঙ্কা জানালেন নতুন খবর

প্রিয়াঙ্কা জামান ।

অভি মঈনুদ্দীনঃ নয় বছরেরও বেশি সময় ধরে নাটকে, মিউজিক ভিডিওতে ও সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান । তবে নাটকের অভিনয়ের চেয়ে মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। এরইমধ্যে প্রিয়াঙ্কা নতুন তিনটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’,‘ বরিশালে শ্বশুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। তিনটি নাটকের গল্পই তাকে কেন্দ্র করে অর্থাৎ তার চরিত্রকে ঘিরেই এগিয়েছে বলে জানান প্রিয়াঙ্কা।


প্রিয়াঙ্কা বলেন,‘ চেষ্টা করি সবসময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে। নিজের চরিত্রটিও যেন ভালো হয়, দর্শক যেন চরিত্রটি উপভোগ করেন, সেদিকটিও খেয়াল রাখি। তুষার খানের পরিচালনায় যে দু’টি নাটকে কাজ করেছি, দু’টি নাটকেরই গল্প এক কথায় চমৎকার। অনেক শ্রম দিয়েছি এই দু’টো কাজ করতে গিয়ে। পাশাপাশি এস আই সোহেলের নাটকটিরও গল্প সুন্দর।তিনটি নতুন নাটক নিয়েই আমি আশাবাদী। ধন্যবাদ দুই পরিচালককে আমাকে এতো সুন্দর সুন্দর গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী আমি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। যে কারণে ভালো গল্পের সন্ধানে যেমন আমি থাকি, চরিত্রগুলোর প্রতি সবসময় মনোযোগ থাকে আমার।’

এরইমধ্যে বৈশাখী টিভিতে প্রচার শেষ হয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুসা’-এর প্রচার শেষ হয়েছে। এই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। এরইমধ্যে কায়সার আহমেদ পরিচালিত ‘স্বপ্নের রানী’নাটকটিরও প্রচার শেষ হয়েছে। এই নাটকেও প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নাটকের প্রধান একটি চরিত্রে।

আরও পড়ুন

প্রিয়াঙ্কা জানান, শিগগিরই তুষার খানের একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা ২০১৬ সালে প্রথম সজলের বিপরীতে ‘হৃদয় ঘটিত’ নাটকে অভিনয় করেন। একই সময়ে তিনি সজলের বিপরীতেই ‘প্রেস্টিজ’ নাটকেও অভিনয় করেন। প্রথম নাটকে অভিনয় করেই তিনি বেশ আলোচনায় এসেছিলেন। মোঃ সামছুল হুদার পরিচালনায় আরিফিন রুমীর একক গান ‘এক পলকে’তে প্রথম মিউজিক ভিডিওতে মডেল হন। এরপর অসংখ্য মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিনি।

এদিকে আগামীকাল প্রিয়াঙ্কা’র জন্মদিন। এবারের জন্মদিনটি তিনি বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন। রাজধানীর গুলশানের একটি ক্লাবে তিনি তার দীর্ঘ নয় বছরের চলার পথের শুভাকাঙ্খীদের সঙ্গে দিনটি উদযাপন করবেন। কেক কাটার পাশাপাশি, নাচে গানে আনন্দে মেতে উঠবেন সবার সঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিকে আইসিসি: ভারতে খেলতেই হবে, নাহলে পয়েন্ট হারাতে হবে!

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

প্রথম ধাপের ভোটে ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেলো সেনা সমর্থিত দল

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

ব্যাংকের সব শাখায় নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক