ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জানার আছে অনেক কিছু

একদিনের জন্য ভাড়া  নেওয়া যেত যে দেশ

একদিনের জন্য ভাড়া  নেওয়া যেত যে দেশ, ছবি: সংগৃহীত

সবুজ আসর ডেস্ক : গাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়ার চল তো বহুকাল আছে থেকেই। বর্তমানে বিয়ের জন্য কাপড়ও কিনতে হয় না, অনেকে কাপড় ভাড়া নিয়েই কাজ চালিয়ে নেন। তবে একটি আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? হ্যাঁ, ঠিকই শুনেছেন এইটি দেশ চাইলেই আপনি ভাড়া নিয়ে সে দেশের মালিক হয়ে যেতে পারবেন। তবে এখন আর সেই সুযোগ নেই। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিচেনস্টাইন।

লিচেনস্টাইন একটি আধা-সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স-অ্যাডাম। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০ হাজারের থেকে সামান্য বেশি। লিখটেনস্টাইন এমন একটি দেশ, যার কোনো ঋণ নেই। এই দেশটি ২০১১ পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। মাত্র এক রাতের জন্য পুরো লিচেনস্টাইন ভাড়া করার খরচ ছিল বিপুল। ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখের বেশি টাকা খরচ করতে হতো। এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিচেনস্টাইনকে জনপ্রিয় ‘হোমস্টে’ বুকিং সংস্থা এয়ারবিএনবি-তে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হত। তবে লিচেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য এলাহি আয়োজন করা হত।

আরও পড়ুন

সারাদেশ জুড়ে উৎসব শুরু হত। অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তার ধারে বড় বড় পোস্টার লাগানো হত। ঐতিহাসিক দুর্গ-সহ অতিথিদের সে দেশের এমন সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হত, যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হত না। কেউ দেশটি ভাড়া করলে লিচেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন। রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হত। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। বিখ্যাত র‌্যাপ গায়ক স্নুপ ডগ এক বার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র সেই দেশ ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ করা হয়। অনন্য সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত ২০১১ সালের পর থেকে লিচেনস্টাইন দেশটি ভাড়া দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান