ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৪, ১০:২২ রাত

বগুড়ায় অনলাইনে কেনা ২টি বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় অনলাইনে কেনা ২টি  বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় অনলাইনে বার্মিজ চাকু কিনে নিয়ে যাওয়ার সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় নারুলি ফাঁড়ির পুলিশ শহরের বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম মোঃ সোহাগ। সে সদর উপজেলার পশ্চিম পালশা এলাকার মিনহাজ প্রামানিকের ছেলে।

নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান,সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বউবাজার নাপিতপাড়া মোড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় সোহাগ একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে বগুড়া শহর থেকে নারুলির দিকে যাচ্ছিল। এ সময় তার ব্যাগ তল্লাশি করা হলে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহাগ অনলাইনে ওই দুইটি বার্মিজ চাকু অর্ডার করেছিল। সেই চাকু কুরিয়ার সার্ভিস থেকে উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে নারুলির দিকে যাচ্ছিলেন। তবে অনলাইনে চাকুর অর্ডার দেয়ার কোন রশিদ দেখাতে পারেনি সে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলুদ শাড়িতে ভাবনা

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন: গণতন্ত্রের মূল ভিত্তি

ভোটের আগে যত মিষ্টিকথা, ভোটের পরে নীরবতা!

কেন ‘ভাইয়া’ ডাকলে খুশি হয় পুরুষেরা ?

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে আর্জেন্টিনায়