ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

নেতাকর্মীদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু

অহংকার করলে কী হয় তা হাসিনার পরিণতি দেখে শেখেন 

সংগৃহীত,অহংকার করলে কী হয় তা হাসিনার পরিণতি দেখে শেখেন 

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অহংকার করবেন না। অহংকার করলে কী হয় তা হাসিনার পরিণতি দেখে শেখেন। যারা আমাদের বের হতে দেয় নাই, টুকুকে আসতে দেয় নাই, আজ তারা সবাই পালিয়েছে। এটাই নিয়তি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শহীদ হওয়া আব্দুল আলীম ও সোহানুর রহমান রঞ্জুর স্মরণে সিরাজগঞ্জ সদরের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের আমলে সংসদ কিংবা ইউপি নির্বাচন—কোনো জায়গাতেই মানুষ ভোট দিতে পারেনি। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আজকে এখানে মিটিং করতে পারছি। কিন্তু আজকে স্মরণ করতে হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন সয়বাদের বাঐতারা ও কালিয়া হরিপুরের মাটি বিএনপির নেতাকর্মীদের রক্তে রক্তাক্ত করা হয়েছিল। তাদের হাত-পায়ের নখ তুলে ফেলেছিল, মুখের দাঁত তুলে ফেলেছিল। তারা ১৬টা বছর আমার বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। 


সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুনেছেন আগুল ফুলে কলাগাছ হয়। সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের নবীদুল। ট্রাকের হেলপার ছিল, হেকপারও নয়, বেলচা দিয়ে ট্রাকে মাল লোড করতো। ভ্যান গাড়ি চালাতো। সেই নবীদুল নাকি চেয়ারম্যান হয়ে ৫০০ কোটি টাকার মালিক হয়েছে। দুইটা ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে। সিরাজগঞ্জে এক রাজা ছিল। সেই রাজা বলতো টুকু যেন সাদা না থাকে, রক্তে লাল হয়ে যায়। এরপর এই নবীদুল বাহিনী আমি সিরাজগঞ্জে আসার পথে রামদা নিয়ে বসে থাকতো। মনে হতো, আমি এই শহরের মানুষ না, এই শহরে থাকি না, ট্যাক্সও দেই না।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার মিসেস যখন নির্বাচন করেন সেই ২০১৮ সালে তাকে গুলি করা হয়েছিল, এখনো তার শরীরে গুলি আছে। দুজনকে গুলি করে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। এভাবেই নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আল্লাহও সহ্য করেন নাই। এই বনবাড়িয়ায় মোটরসাইকেলে তারা বোম মেরে আমাদের নেতাকর্মীদের ওপরে দোষ চাপিয়েছেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে গোয়ালঘর থেকে গরু চুরি

৭ দিনের রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

মেঘনায় নৌকা উল্টে ২ জেলের মৃত্যু

কনকনে শীত ডিসেম্বরেই, যে বার্তা দিল আবহাওয়া অফিস

এবার ‘চ্যাটজিপিটি প্রো’ এল গবেষকদের জন্য