ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মরক্কোর ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি বিশ্বের প্রথম এআই সুন্দরী 

মরক্কোর ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি বিশ্বের প্রথম এআই সুন্দরী 

বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আমরা কমবেশি সকলেই অবগত। এআইকে ব্যবহার করে একজন মানুষের চেহারা আকর্ষণীয় করা যায়।

সম্প্রতি বিশ্বে প্রথমবারের মত অনুষ্ঠিত হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে এক মরক্কোর ইনফ্লুয়েন্সার।

এখানে অংশগ্রহণকারীরা এআইকে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মত রূপ দিয়েছেন। মডেলের গঠন, পোশাক, ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে। প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছেন, তা যাচাই করা হয়েছে। এখানে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।

চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা ‘মিস এআই’। এআই কনটেন্ট-নির্ভর ওয়েবসাইট ফ্যানভ্যু আয়োজন করে ইভেন্টটি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায় উঠেছে বিজয়ীর মুকুট।

আরও পড়ুন

প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে সে এই সম্মাননা অর্জন করেছেন কেনজা লাইলি। এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।

কেনজা লাইলি হিজাব পরিহিত অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। সে-ই মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি তার দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে চুরির মামলা নেয়নি পুলিশ

রংপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

বগুড়ায় ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জন উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

পাবনার সুজানগরে পাইপগান উদ্ধার