নতুন অধ্যায়ে পরীমণি

বিনোদন ডেস্ক : আলোচিত নায়িকা পরীমণি এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেলেন। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।
কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সম্প্রতি রঙিলা কিতাবের নতুন পোস্টার প্রকাশ করা হয় হইচই বাংলাদেশের ফেসবুক পেজে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারটিতেও দেখা যায়, নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়।
আরও পড়ুনএ সিরিজের বিষয়ে পরীমণি জানান, তার জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় সহ-অভিনেতা ও টিমের সদস্যদের সঙ্গে কাজ করতে পেরে এ অভিনেত্রী অত্যন্ত আনন্দিত। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে। ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে।
মন্তব্য করুন