ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিউজ ডেস্ক: বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকে যৌন হয়রানির ঘটনায় আজাহার আলী মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পিরোজপুরের  রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা আজাহার আলী মোল্লা কচুয়া উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে।


বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন হোসেন বলেন, কচুয়া উপজেলার চরসোনাকুড় গ্রামের আজাহার আলী মোল্লা ৩০ জুলাই দুপুর দেড়টার প্রতিবেশী তিন শিশুকে গাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যান। তাদের গাব খাওয়ানোর পরে যৌন নির্যাতন করে। এদের মধ্যে এক শিশুর তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে আজাহার আলী মোল্লার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মামলার আসামি আজাহার আলী মোল্লাকে গ্রেফতারের জন্য বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান শুরু করে। পরে বৃহস্পতিবার রাতে আত্মগোপনে থাকা পিরোজপুরের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শুক্রবার সকালে নারী নির্যাতন মামলার গ্রেফতার আসামি আজহার আলি মোল্লাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ 

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’