চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ শিশুর মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গত বুধবার বেলা ১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৬ বছরের শিশু হযরত আলীর মরদেহ আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। হযরত আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাখর আলী গ্রামের নাজির আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, মায়ের সাথে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা গ্রামে নানা মইদুল ইসলামের বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। গত বুধবার দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ এলাকায় নদীতে গোসলের কথা বলে বাড়ি থেকে একা বের হয় শিশুটি। এরপর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ব্যাপক খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করা হয়।
আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন