ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

  লক্ষ্মীপুরে গলায়-হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

লক্ষ্মীপুরে গলায়-হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। 

গলায়-হাতে শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা গেছে তাদের। এসময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রামগঞ্জ পৌর শহরের সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করেন শতাধিক আন্দোলনকারী। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন

আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে ‘আমার ভাই মরলো কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়। এরমধ্যে একজনকে গলায় ও হাতে শিকল বেঁধে মিছিল করতে দেখা যায়।

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

বগুড়ায় যৌতুকের দাবিতে মারপিট মামলার আসামি শুভ ও দেলোয়ার গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদকসহ মা-ছেলে ও দেবর আটক

হাঁসের মালাইকারি রাঁধবেন যেভাবে