ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৩ দুপুর

গাজীপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরে এক সময়ের আলোচিত ১২ মামলার আসামি কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) ও সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

গতকাল মধ্য রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পিচ্চি  আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে সবশেষে গতকাল রাতে র‍্যাব ১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার পিচ্চি আকাশের নামে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

আরও পড়ুন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর র‍্যাব তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকনিকের কথা বলে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ ছাত্র গ্রেফতার

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ : উপদেষ্টা আসিফ

বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল