ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার কাহালুতে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

ঘাতক স্বামী হাতেম আলী, ছবি: দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে স্ত্রী শান্তনাকে (২৯) গলা টিপে এবং ওড়নার ফাঁস দিয়ে হত্যার পর স্বামী হাতেম আলী (৩৫) কাহালু থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে।

হাতেম আলী লোহাজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে মৎস্য হ্যাচারিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। নিহত শান্তনা উপজেলার নারহট্ট ভেপরা সরদার পাড়া (পুকুর পাড়া) গ্রামের সাহেব অলীর মেয়ে।  পুলিশ জানায়, ঘটনার দিন শেষ রাত আনুমানিক ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে হাতেম আলী শান্তনাকে গলা টিপে এবং ওড়নার দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ভোরে হাতেম কাহালু থানায় এসে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

আরও পড়ুন

কাহালু থানার পুলিশ আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে শান্তনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করে। বর্তমানে হাতেম আলী কাহালু থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই রিপোর্ট লেখার সময় থানায় শান্তনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : ড. মঈন খান

মিটফোর্ডের ঘটনা ব্যবসা-বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে : র‌্যাব