ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করার দায়ে যুবকের কারাদন্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করাসহ দোকানপাট ভাঙচুর করার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩১ জুলাই) দুপরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এই আদেশ দেন। পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, পৌর শহরের গুয়াগাঁও মহল্লার সফিকুলের ছেলে ফজলে এলাহী সকালে মাদকদ্রব্য খেয়ে এলাকায় মাতলামি করাসহ কুড়াল দিয়ে দোকানপাট ভাঙচুর করছিল।
আরও পড়ুনখবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জেলজরিমানা করা হয়।
মন্তব্য করুন