ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশের ৭ শিক্ষা প্রতিষ্ঠান দুই দশকেও এমপিওভুক্ত হয়নি

সিরাজগঞ্জের তাড়াশের ৭ শিক্ষা প্রতিষ্ঠান দুই দশকেও এমপিওভুক্ত হয়নি, প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে প্রায় দুই যুগেও তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজসহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় সেখানে কর্মরত দেড় শতাধিক শিক্ষক-কর্মচারি মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলছেন, চাকরিরত অনেকের বয়স শেষ হতে চললেও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় হতাশায় ভুগছেন কর্মরত শিক্ষক-কর্মচারিরা। আর এভাবে কত দিন চলে। এমন প্রশ্নও রাখেন এমপিও বঞ্চিত একাধিক শিক্ষক- কর্মচারি।

জানা যায়, ২০০৩ সালে দিঘী সগুনা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২০০৪ সালে মাধাইনগর আদিবাসি আদর্শ কলেজ, ২০১১ সালে জহির উদ্দিন বিজ্ঞান ও কারিগরি কলেজ, ২০১৩ সালে রানীরহাট আইডিয়াল কলেজ, তালম টেকনিক্যাল এন্ড বিএম কলেজসহ ২০০৩ সালে বলদী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং তাহিরা হক বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠা হয়।

আর প্রতিষ্ঠার পর এ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতিও পান। এরপর সকল প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন বর্তমানে। পাশাপাশি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু এ উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করলেও দীর্ঘ সময়ে এমপিওভুক্ত হয়নি।

আরও পড়ুন

২০০৪ সালে প্রতিষ্ঠিত মাধাইনগর আদিবাসি আদর্শ কলেজের ভূগোল প্রদর্শক মো. রেজাউল করিম বলেন, এমপিওভুক্ত হলে বেতন-ভাতা পাবো। এ আশায় কেটে গেছে বিশ বছর। কিন্তু বেতন-ভাতা ছাড়াই কষ্টে চলছি। যা বলার মত না। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আদিবাসি অধূষ্যিত তাড়াশের এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনেক।

মূলতঃ বাড়িতে খেয়ে পড়ে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া এলাকাবাসীর ছেলে-মেয়েরা পড়ালেখার সুযোগও পাচ্ছে। আর কলেজ থেকে এ পর্যন্ত ১৬টি ব্যাচে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এইচএসসি পাশ করলেও শুধু হয়নি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত। আর বিশ বছর একটি প্রতিষ্ঠানে বেতন-ভাতা না হাওয়ায় কর্মরত ২০ থেকে ২৫ জন শিক্ষক- কর্মচারি মানবেতর জীবনযাপন করছেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, এমপিওভুক্তির বিষয়টি শিক্ষা বিভাগের। আর আমরা সংশ্লিষ্ট বিভাগ থেকে এমপিওভুক্তির জন্য তথ্য চাইলে যথাযথভাবে পাঠিয়ে দেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাক্ষর জাল করে টিআর-কাবিখার ৫২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে ছয় মাসে ২০ জনের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক