ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ডেকে নিয়ে দলবেঁধে ‘ধর্ষণ’

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন।

ধর্ষণের শিকার ২৪ বছরের ওই তরুণী সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

গ্রেফতার আব্দুল করিম (১৯) উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিমের ছেলে। বাকি দুজন কিশোর।

ওই তরুণী মামা বলেন, “ওই তিনজন আগে থেকে আমার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে চিনত। রোববার রাতে তারা কৌশলে তাকে ডেকে নিয়ে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ায় একটি নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর ধর্ষণ করে ফেলে যায়।

আরও পড়ুন

“রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে আইনি সহায়তার জন্য তাকে থানায় নেওয়া হয়।”

এ ঘটনায় ভিকটিমের জবানবন্দি অনুযায়ী তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি মাহমুদ বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড