ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে থানায় হামলা চালানোর ঘটনায় গ্রেফতার ১৫

ঝিনাইদহে শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার রাতে ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় ধাওড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী একটি মারামারি মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। গত ২৩ মে মামলাটি দায়ের হয়। মুস্তাক শিকদার স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের সমর্থক।

আরও পড়ুন

গ্রেফতারের পর রোববার কয়েক শ লোক শৈলকুপা থানা ঘেরাও করে। এ সময় তারা থানায় ইট পাটকেল ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ সময় পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে হামলা পালটা হামলা। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে এসিল্যান্ডের হস্তক্ষেপে খুললো বন্ধ ড্রেনের মুখ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ গাবতলীর মানিকের লাশ উত্তোলন

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আটক

কখন কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর?