ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাছ ধরার জালে একে একে উঠে এল ৩ শিশুর মরদেহ

মাছ ধরার জালে একে একে উঠে এল ৩ শিশুর মরদেহ

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারজিয়া বেগম (৯), মিম আক্তার (১১) ও রাফিয়া আক্তার (১০) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।


আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদারের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

মৃত তিন শিশুর মধ্যে মিম ও মারজিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মো. হোসেনের মেয়ে। মিম ও মারজিয়া তারা আপন দুই বোন।


অপর আরেক শিশু রাফিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন

নিহত শিশুদের স্বজনরা জানান, তারা সম্পর্কে খালা-বোনজি। মিম ও মারজিয়া এসেছিলেন খালাবাড়িতে বেড়াতে। সোমবার দুপুরে তিন শিশু পরিবারের সদস্যদের সামনে দিয়ে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ পর তারা বাড়ি না ফিরলে পুকুর পাড়ে খুঁজতে যান পরিবারের সদস্যরা। পুকুরেও তাদেরকে না দেখলে অন্যত্র খুঁজতে বের হন।

তারা আরও জানান, বিভিন্ন বাড়ি ও আশপাশে খোঁজার পর একপর্যায়ে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা পুকুরে জাল ফেলেন, পরে একে একে ওই তিন শিশুর মরদেহ জালে উঠে আসে।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১