দিনাজপুর নবাবগঞ্জে ফুটবলের আঘাতে স্কুলছাত্র নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে বলের আঘাতে সামিউল ইসলাম(১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শালখুরিয়া বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে। সামিউল উপজেলার বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১০ জুন ) শালখুরিয়া বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে সামিউল বলের আঘাতে গুরুতর আহত হয়। উপস্থিত শিক্ষকরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক(তদন্ত) মমিনুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মাছুমা আকতার গভীর শোক প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন