ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০৫:১৮ বিকাল

বিমানবন্দরে ওমরার মোয়াল্লেমের পকেট থেকে স্বর্ণালংকার জব্দ

বিমানবন্দরে ওমরার মোয়াল্লেমের পকেট থেকে স্বর্ণালংকার জব্দ

নিউজ ডেস্ক:   চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা  বাংলাদেশ বিমানে ওমরা হজের মোয়াল্লেমের পকেটে ৪০০ গ্রাম ওজনের ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার পাওয়া গেছে। 

বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গ্রিন চ্যানেল আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই টিম মোয়াল্লেমকে আটক করে।

মোয়াল্লেমের নাম শাহিন আল মামুন। আটকের পর তার ব্যাগ ও পোশাক তল্লাশি করে পাওয়া যায় ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ বহন করছেন বলে বিমানবন্দরের গোয়ান্দাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে ওমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুন কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় এনএসআই টিম তাকে আটক করে। 

আরও পড়ুন


শাহিন আল মামুনের ব্যাগ ও পকেট তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেন গোয়েন্দারা, জানান ইব্রাহীম খলিল। 


প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ৪০০ গ্রামের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নিয়ে এসেছে নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’

সিরিয়ায় আইএস ঘাঁটিতে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র

মুন্সীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

বিসিবির এইচপি ক্রিকেটে আসছে নতুনত্ব

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা