ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী বোর্ডে ঃ ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাসের শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এছাড়া এবার  রাজশাহী বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি দুটোই গত বছরের তুলনায় বেড়েছে। বেড়েছে। এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৭৭ হাজার ৫৫৮জন।

পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। গতবার এই বোর্ডে ২ লাখ ৬ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫৮জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী।

জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার ২০২৩ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।

এবার ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৭৭ শতাংশ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।

আরও পড়ুন

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৩৯৪ জন। এরমধ্যে পাস করেছে ১৩ হাজার ৪৫ হাজার ৬৭৮। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৪৫।  মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। এরমধ্যে পাস করেছে ২ লাখ ২৬ হাজার ৭৫৪।

জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৫৩৮ জন। এরমধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭২১। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৮ জন। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাংক

মম ফানুস ও গেরস্ত বাড়ি নিয়ে মুসফেরার স্বপ্ন

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

ভ্রমণকন্যা মুনিয়া ৬০ জেলা ঘুরেছেন