ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা, গ্রেফতার ২

গ্রেফতারকৃতরা- মো. সোহেল (৩২) ও মো. রাতুল ইসলাম (২১)।

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (৩২) ও মো. রাতুল ইসলাম (২১)।
 
আজ বুধবার (৩০ অক্টোবর) ভোর পাঁচ ঘটিকায় রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে বুধবার বাড্ডা থানায় একটি মামলা হয়। 
 
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রামপুরা ব্রীজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে ভিকটিম মো. হাসান হাওলাদারের (১৯) সঙ্গে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে গ্রেফতার সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। ভিকটিম হাসানকে বাঁচাতে তার বন্ধু মো. নূরে আলম এগিয়ে আসলে তিনিও গুরুতর আঘাতের শিকার হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিম হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নূরে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আসামিদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, বাড্ডা থানার একটি টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় সোহেল ও রাতুলকে গ্রেফতার করে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন ‘রাকসু’ প্রার্থীরা

বগুড়ার পর রাজশাহীতেও এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ বৃষ্টিতে পণ্ড 

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস

ছাড়পত্র নিয়ে বাসায় যাচ্ছেন মাইলস্টোন দূর্ঘটনায় ৪৫% বেশি বার্ন হওয়া রোহান

ফরিদপুরে অব্যাহত বিক্ষোভ, হয়েছে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন