বগুড়ার সারিয়াকান্দিতে দোকানে আগুন দেওয়ার অভিযোগ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : পূর্বশত্রুতার জেরে বগুড়ার সারিয়াকান্দিতে রাতের আঁধারে দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার হাটফুলবাড়ী বাজারের শাহীনুর আলম (৫০) বাদি হয়ে আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাটফুলবাড়ী বাজারে শাহিনুর আলমের রাকিব ভ্যারাইটি স্টোর নামে একটি দোকান রয়েছে। যেখানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল মজুদ ছিল। ওই দোকানে গত মঙ্গলবার রাতে আগুনের ঘটনা ঘটে।
আরও পড়ুনএলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, হাটফুলবাড়ী বাজারে আগুনের ঘটনায় মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন