ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬, প্রতীকী ছবি

করতোয়া ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার ও অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা ভাতগাঁও এলাকার হোসেন আলীর ছেলে জাহিদুর রহমান জাহিদ (২৫), একই এলাকার ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২৬), সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও এলাকার আব্বাস আলীর ছেলে জাফর আলী (৩১), ঠাকুরগাঁও পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মো. শুভ (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও ইউনিয়নের আরাজি কেশববাড়ী এলাকার  হাফিজ উদ্দিনের ছেলে লাবু ইসলাম (২৭), ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত দুই ব্যক্তি জামালপুর জেলার শাহবাজপুর এলাকার ইউনুস আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫) ও একই এলাকার ময়নাল হকের ছেলে শামীম হোসেন (২১)। তারা দুইজনই সবুজ হেলথ্ ল্যাবরেটরিজ নামে ইউনানি ওষুধ কোম্পানিতে রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

রাণীশংকৈলে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতেন তারা। গত সোমবার বিকেলে ওষুধ বিক্রির কাজ শেষ করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল উপজেলার দোশিয়া রাজবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ৮-৯ ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নাজমুল হোসেন ও শামীম হোসেনকে অপহরণ করে তুলে নিয়ে যান। পরে অপহরণকারীরা মারধর ও হুমকি দিয়ে ২ লাখ টাকা  মুক্তিপণ দাবি করেন। এদিন রাতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন

অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে এএসপি (রাণীশংকৈল সার্কেল) ফারুক আহমেদের নেতৃত্বে অফিসার ফোর্সের সমন্বয়ে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। পরে বিভিন্ন স্থান থেকে অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করা হয়।

এরপর রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বলেন, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে