সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামি মাগুড়া থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি আব্দুল মমিনকে (৩৬) মাগুড়া সদরের কচুন্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ, র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মমিন সিরাজগঞ্জ সদরের ডুমুরইছা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। র্যাব সূত্র জানায়, গত ১ অক্টোবর এক নারী তার ফার্মের মালিকের শ্বশুর বাড়িতে ডিম পৌঁছে দেওয়ার জন্য সিরাজগঞ্জ নিউ মার্কেটের কাছ থেকে একটি ভ্যান রিজার্ভ করে রওনা দেন।
সন্ধ্যা ৭টার দিকে তিনি সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ডুমুরইছা হাটখোলা বাজার পৌঁছার আগেই একদল দুর্বৃত্ত ভ্যানটি থামিয়ে জোরপূর্বক তার ভ্যানে ওঠে। কিছু দূর যাওয়ার পরই দুর্বৃত্তরা ভ্যানটি থামিয়ে ওই নারীকে জোরপূর্বক নামিয়ে একটি ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
আরও পড়ুনএ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদদের যৌথ আভিযানিক দল মাগুড়া সদরের কচুন্দী এলাকা থেকে ধর্ষক আব্দুল মোমিনকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন