ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড (শিমরাইল) এলাকায় অভিযান চালিয়ে আড়াইহাজারের মাদ্রাসার ছাত্র মাহাবুব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈকত (২৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত মো. সৈকত আড়াইহাজারের সেন্দীপাড়া এলাকার মোঃ বিল্লালের ছেলে।

আজ মঙ্গলবার  (২৯ অক্টোবর)সন্ধ্যায় র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়–য়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে একই দিনে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, চলতি বছরের ১৭ মে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় মাহবুবের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন। মাহাবুব কয়েকজন খারাপ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। 

আরও পড়ুন

পরে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাত ১২টার দিকে মাহবুবকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে পাওয়া যায়। আদালতে আসামিরা স্বীকার করে যে, তাস খেলা নিয়ে সেদিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই আবু হানিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব আরো জানায়, চলতি বছরের ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম আসামী মো. সৈকত, মো. কাউছার ও শামীমকে মাহাবুব হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদনডের আদেশ প্রদান করেন। উক্ত আসামীদের মধ্যে মোঃ কাউছার জেল হাজতে আটক  রয়েছে। 

অপর দুই আসামি মো. সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে থাকে। এদের মধ্যে মোঃ সৈকতকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অপর আসামী শামীমকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১’র একটি গোয়েন্দা দল নজরদারি অব্যাহত রেখেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা