ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় ইটভাটা ম্যানেজার নিহত

দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় ইটভাটা ম্যানেজার নিহত, প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় এক ইট ভাটা ম্যানেজার নিহত হয়েছে। সে উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র ভান্ডারা সুইহারা গ্রামের আবু হোসেনের ছেলে এবং স্থানীয় ভাই ভাই ব্রিক্স (ইট ভাটা) এর ম্যানেজার হুসেন আলী (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে ভান্ডারা ভাই ভাই ব্রিক্স (ইট ভাটা) এর কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের চালক দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলো। এসময় ওই ইট ভাটার ম্যানেজার হুসেন আলী নিজে ওই ট্রাক্টরটি চালিয়ে নিয়ে যেতে থাকে।

এ সময় অসাবধানতাবশত সে চালকের সিট থেকে সিটকে গর্তে পড়ে গেলে ট্রাক্টরটিও তার ওপরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে স্থানান্তর করেন। এ ব্যাপারে ভাই ভাই ব্রিক্স (ইট ভাটা)’র মালিক ওবাইদুর রহমানের সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ