ভিডিও শুক্রবার, ২০ জুন ২০২৫

সোনাতলা পৌরসভার দুই কাউন্সিলর পলাতক, নাগরিক সেবা পাচ্ছেন  না ওয়ার্ডবাসী 

সংগৃহীত,সোনাতলা পৌরসভার দুই কাউন্সিলর পলাতক, নাগরিক সেবা পাচ্ছেন  না ওয়ার্ডবাসী 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌরসভার দুই কাউন্সিলর পলাতক থাকায় সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের নাগরিকরা তাদের কাঙ্খিত সেবা থেকে হচ্ছেন। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ত্যাগের পর এই পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর আত্মগোপনে যান। তারা হলেন-১নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আনোয়ার বাদশার ছেলে নিপুন আনোয়ার কাজল ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম খান। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় একাধিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে ওই দুই ওয়ার্ডের নাগরিকেরা বলেন, তাদের ওয়ার্ডের কাউন্সিলর না থাকায় নাগরিক সনদপত্র পাওয়া যাচ্ছে না। এছাড়াও শালিসী বৈঠকে মিলছে না কোন ফয়সালা। তারা পৌরসভায় গিয়ে জন্ম নিবন্ধন ফরম পূরণ করলেও কাউন্সিলররা সই না করায় সেগুলো জমা দিতে পারছেন না।

সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা বলেন, ওই দুইজন কাউন্সিলর পলাতক থাকায় সামাজিক বিশৃঙ্খলা বেড়ে গেছে। 
সোনাতলা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন ওই দুই কাউন্সিলরের আত্মগোপনের বিষয়টি স্বীকার করে বলেন, তারা না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে পৌরবাসীসহ পৌর কর্তৃপক্ষকে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ছয় জন নিহত , বাসে আগুন

বগুড়ার ধুনটে ঈদ বকশিশ না পেয়ে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বগুড়ায় দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নওগাঁর পত্নীতলায় ভটভটির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

বগুড়ায় সন্ত্রাসীদের মারপিটে নিহত শাকিলের পরিবারের পাশে জামায়াত