ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

পদত্যাগের চাপে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক !

আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।

কিশোরগঞ্জে পদত্যাগের ক্রমাগত চাপে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষক। তিনি আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।

 বুধবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি ‘হৃদরোগে আক্রান্ত’ হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি পদত্যাগজনিত চাপের কারণে তিনি স্ট্রোক করেছেন।’

আরও পড়ুন

তিনি আরো জানান, জুলাই মাসে শিক্ষার্থীদের একটি বিরোধ মীমাংসা সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন্নেছা চিনুর ওপর কিছু শিক্ষার্থী ক্ষিপ্ত ছিল। বর্তমান পরিবেশ-পরিস্থিতির সুযোগে গতকাল মঙ্গলবার তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে তাঁরও পদত্যাগ দাবি করে। এর পরিপ্রেক্ষিতেই প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। 

হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, প্রধান শিক্ষককে এখন  কেবিনে রাখা হয়েছে। আপাতত তিনি আশঙ্কামুক্ত বলেই মনে হচ্ছে। তবে আরও পরীক্ষা নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম