ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আত্রাইয়ে হাটের রাস্তায় ভেঙে পড়া গাছের ডাল অপসারণ

আত্রাইয়ে হাটের রাস্তায় ভেঙে পড়া গাছের ডাল অপসারণ, ছবি: দৈনিক করতোয়া

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রায় ৬ মাস ধরে হাটের রাস্তার ওপর ভেঙে পড়া গাছের ডাল অপসারণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন অবহেলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাটুরে জনসাধারণ।
জানা যায়, উত্তর জনপদের ঐতিহ্যবাহী হাট আত্রাইয়ের আহসানগঞ্জ হাট।

সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাটবার। এ হাটে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাজার হাজার জনসাধারণ ক্রেতা-বিক্রেতা হিসেবে এসে থাকেন। হাটের ভেতর রয়েছে বেশ কয়েকটি প্রকান্ড রেন্টিকড়ই ও বট গাছ। এমনি একটি গাছ রয়েছে ডালপট্টিতে

গত ৬ মাস পূর্বে এ গাছের একটি প্রকান্ড ডাল ভেঙে পড়ে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ডালটি রাস্তার ওপর ভেঙে পড়ায় ওই রাস্তা দিয়ে লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাটুরে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটটি থেকে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় পেলেও হাটের অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। এবার এ হাটের ইজারামূল্য হয়েছে প্রায় ২ কোটি টাকা।

আরও পড়ুন

হাটের ব্যবসায়ী আসাদুল, জিয়া ও আকরাম হোসেন বলেন, আমাদের কাছ থেকে খাজনা ও অনুসাঙ্গিক খরচ হাট কর্তৃপক্ষ ঠিকই নেন। কিন্তু আমাদের সুবিধা অসুবিধা তারা দেখেন না। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বস বলেন, এতদিন থেকে হাটের ভেতর রাস্তার ওপর ডালটি ভেঙে পড়ে রয়েছে বিষয়টি তার জানা নেই। তিনি দ্রুত এটি অপসারণের ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস