ভিডিও শুক্রবার, ২০ জুন ২০২৫

কোটা সংস্কার আন্দোলন 

নিহত চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

নিহত চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় গুলিতে নিহত শিশু আব্দুল আহাদ (৪), রিয়া গোপ (৬), সাফকাত সামির (১১) ও নাইমা আক্তার সুলতানার (১৫) পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট আবেদন করা হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই) আইনজীবী তৈমূর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে শিশুদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আবেদন জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাড়িতে গুলি লাগে শিশু আহাদের। আহাদ তাদের বাসার বারান্দায় দাঁড়িয়ে ছিল। গুলিটা তার ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে যায়।

আহাদের বাবা আবুল হাসান আয়কর বিভাগের উচ্চমান সহকারী। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। একই দিন নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলার সময় মাথায় গুলি লাগে রিয়া গোপের। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের মাথায় গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন

এদিকে মিরপুর ১৪ নম্বরের হাউজিং স্টাফ কোয়ার্টারে সাফকাত সামির (১১) ও তার চাচা মশিউর রহমান (১৬) বাসার বেডরুমে জানালার পাশে টেবিলে বসে পড়াশোনা করছিল। এসময় দুষ্কৃতকারীর একটি গুলি মশিউরের ডান কাঁধ ভেদ করে সামিরের ডান চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়।

সামিরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আর রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন চারতলার বারান্দায় গুলিতে নিহত নাইমা আক্তার সুলতানা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ছয় জন নিহত , বাসে আগুন

বগুড়ার ধুনটে ঈদ বকশিশ না পেয়ে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বগুড়ায় দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নওগাঁর পত্নীতলায় ভটভটির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

বগুড়ায় সন্ত্রাসীদের মারপিটে নিহত শাকিলের পরিবারের পাশে জামায়াত