ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

 কোটা বিরোধী আন্দোলন : চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

 কোটা বিরোধী আন্দোলন : চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ, ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে এবার রেললাইন অবরোধ করেছেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সঙ্গে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। রেললাইনের ওপর শুয়ে-বসে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আজ বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ১৭ কিলোমিটার দূরে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসময় যোগ দেন চট্টগ্রামের অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র চবি সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সকাল ১০টা থেকে আমাদের অবরোধ কার্যক্রম শুরু হয়েছে এবং সূর্যাস্ত পর্যন্ত চলবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে এর চাইতে কঠোর কর্মসূচি আসবে সামনে।
কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আজ বুধবার দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন তারা। বর্তমান এক দফা দাবি আন্দোলন করছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: মার্কিন সিনেটর স্যান্ডার্স

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে একজন নিহত