ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

৩৫ চাকরি প্রত্যাশীদের পুলিশের ধাওয়া

৩৫ চাকরি প্রত্যাশীদের পুলিশের ধাওয়া, ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ করছিল আন্দোলনকারীরা। বেলা ২টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার পথে হাইকোর্টের মাজার গেটে আসলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় চাকরি প্রত্যাশীরা দোয়েল চত্ত্বরের দিকে দৌঁড়ে ছত্রভঙ্গ হয়ে যান।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে শাহবাগে জাদুঘরের সামনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ শুরু হয়। এরপরই বেলা ২টার দিকে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং জলকামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এরপর তারা ছড়িয়ে ছিটিয়ে গেলে পুলিশ দোয়েল চত্ত্বরে অবস্থান নেয়।সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। গত ২৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন

কিন্তু সে সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাস্তায় নামে। হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ 

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা