ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

তিন কারণে বর্তমান জাতীয় সংগীত গ্রহণযোগ্য নয় : অলি আহমেদ

তিন কারণে বর্তমান জাতীয় সংগীত গ্রহণযোগ্য নয় : অলি আহমেদ, ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ পরিস্থিতিতে বর্তমান জাতীয় সংগীত তিন কারণে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এলডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অলি আহমেদ বলেন, তিনটি কারণে এই জাতীয় সংগীত গ্রহণযোগ্য না। সেগুলো হলো: বাংলাদেশ নিয়ে এই গান রচিত নয়, রচয়িতা বাংলাদেশের নাগরিক নয় এবং সুর নকল করা।ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, এই অর্জন আমরা নষ্ট হতে দিতে পারি না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী অবস্থা হতাশাজনক। এ অবস্থায় যতদ্রুত সম্ভব আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। তা দ্রুত মোকাবিলা করে জনগণকে মুক্তি দিতে হবে। দ্রব্যমূল্য কমাতে হবে। ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারত আমাদের ঘিরে রাখেনি, আমরাই বরং তাদের তিন দিক থেকে ঘিরে রেখেছি মন্তব্য করে অলি আহমেদ বলেন, ‘ভাটির দেশ হিসেবে উজানের দেশের বৈরিতার শিকার হচ্ছি। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতের কিছু ইউটিউবার বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এখানে সবাই নাগরিক। সবার সমান অধিকার। কেউ যেন আমাদের ব্যাপারে নাক না গলায়। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান