ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে ১০২১বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে ১০২১বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। 

সোমবার (১৫ জুলাই) দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটি পাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন

একই দিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মনকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আকবর সরদার ( ৪১), সজিব (৩৮),  রাহাত বেপারী (৩৪), দিপু কুমার শীল (৪২) নামে ব্যক্তিকে আটক করা হয়। তাদের মাদক পরিবহনের ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে র‌্যাব।

পরে সোমবার আটক মাদক কারবারিদেরকে মাদকদ্রব্য আইনে মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিজ বার্গার দিবস আজ!

৪৫ দিনের ব্যবধানে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত

পাইক্রফটের ক্ষমা চাওয়াকে ‘নৈতিক জয়’ হিসেবে দেখছে পাকিস্তান: রমিজ রাজা

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার