ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ বিকাল

ক্ষমতায় গেলে ওজন করে সবার অধিকার পৌঁছে দেয়া : জামায়াত আমির

সংগৃহিত,ক্ষমতায় গেলে ওজন করে সবার অধিকার পৌঁছে দেয়া : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুরের দারুসসালাম এলাকার ওয়াকআপ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে নিক্তিতে ওজন করে প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেয়া হবে। আমরা মায়েদের নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। একহাতে ফ্যামিলি কার্ড, অন্যহাতে নারীদের গায়ে হাত একসাথে হতে পারে না।
 
এ সময় দাঁড়িপাল্লাকে মানুষের বিজয়ের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না। ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লা। আর দুর্নীতি আমাদের সঙ্গে যায় না। ভবিষ্যতে চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না।
 
সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, কারো হাতে বেকার ভাতা দিয়ে ইজ্জত হানি করতে চাই না। কাজ তুলে দিতে চাই। আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ওজন করে সবার অধিকার পৌঁছে দেয়া : জামায়াত আমির

যেসব কারণে তারেক রহমানের দিকে তাকিয়ে বগুড়ার মানুষ

তারেক রহমান যোগ্য বাবা-মার যোগ্য সন্তান

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ আহত ৫

হবিগঞ্জে কসমেটিকস-জিরাসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় কষ্ট পায়, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে: আসিফ মাহমুদ