ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানকে ইতিপূর্বে বহিস্কার করা হয়েছিল। তবে, তাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।
আরও পড়ুনপদ ফিরে পেয়ে মাকসিদুল আলম রোহান বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদল ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1769607432.jpg)



_medium_1769606212.jpg)

