বিকট শব্দে গাড়ি চালিয়ে আতংক সৃষ্টি
বগুড়ায় ১৬টি মোটরসাইকেল ও প্রাইভেট কার আটক
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে বিকট শব্দে গাড়ি চালিয়ে জনবিরক্তি ও আতংক সৃষ্টির ঘটনায় ১০টি মোটরসাইকেল ও ৬টি প্রাইভেট কার আটক করে মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে ৩০ জন কিশোর ও তরুণকে আটক করে এ ব্যাপারে সতর্কবার্তা দিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মো: ইকবাল বাহার জানান, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের জলেশ্বরীতলায় জেলখানা মোড়ে ও আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল ও কার আটক করা হয়। সেইসাথে এসব গাড়ির অন্তত: ৩০ জন চালক ও আরোহীকে আটক করে তাদের বিকট শব্দে গাড়ী না চালানোর জন্য সতর্কবার্তা দেয়া হয়।
আরও পড়ুনএরপর অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হয় এই কিশোর-তরুণদের। তিনি আরও বলেন, আটক মোটরসাইকেল ও প্রাইভেট কার গুলোর বিরদ্ধে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে।
মন্তব্য করুন

_medium_1769529471.jpg)





