ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল

অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬

গত ২৪ জানুয়ারি, শনিবার, কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ । অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব আব্দুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবছর সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন।

এই প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ের সাফল্য শুধু পণ্য বিক্রয় দিয়ে মাপা যায় না। গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সাথে মানিয়ে চলা এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয়ই এবারের সেলস কনফারেন্সে বিশেষভাবে উঠে এসেছে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এই সাফল্যকে বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত অগ্রগতিকে সামনে রেখে এবছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

প্রতিবারের মতো এবারও সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন নতুন পণ্য। খুব শীঘ্রই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এই সম্মেলনে।

উল্লেখ্য, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বাজার অনুসন্ধানের বিষয়টি নিয়েও সম্মেলনে আলোচনা করা হয়। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম—এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা সম্মেলনে অংশ নেন। এই আয়োজন বিক্রয় টিমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একীভূত লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখে।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল, যা বিক্রয় টিমকে ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য আরও অনুপ্রাণিত করে।
সবশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এবারের সম্মেলনের সমাপ্তি ঘটে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬

রংপুরে শিশু সিয়াম বাবু হত্যা মামলার আসামি কাইয়ুম গ্রেফতার 

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: পিসিবি চেয়ারম্যান

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন

আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত