ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ বিকাল

দেশে বাড়ছে এইচআইভি, আক্রান্ত ৪২ শতাংশই তরুণ-তরুণী

সংগৃহিত,দেশে বাড়ছে এইচআইভি, আক্রান্ত ৪২ শতাংশই তরুণ-তরুণী

বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে প্রাণ হারিয়েছেন ২১৯ জন।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, নতুন শনাক্তদের ৪২ শতাংশই অবিবাহিত তরুণ-তরুণী, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালে নতুন শনাক্তদের মধ্যে অবিবাহিতদের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালে (২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত) এই হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তরুণদের সংক্রমণের হার বেড়েছে ১০ শতাংশের বেশি।

আরও পড়ুন

সংক্রমণের এই বিস্তার কেবল রাজধানীকেন্দ্রিক নয়। যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা জানান, জেলাটিতে ২০২৫ সালে ৫০ জনের বেশি শনাক্ত হয়েছেন, যার মধ্যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। তার মতে, এই বয়সে সচেতনতার চেয়ে কৌতূহল বেশি থাকে, যা তাদের ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ছে এইচআইভি, আক্রান্ত ৪২ শতাংশই তরুণ-তরুণী

বগুড়ায় সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন জামায়াত আমির

ভোট চেয়ে দলীয় সঙ্গীত পরিবেশন করলেন বগুড়ার জামায়াত নেতা-কর্মীরা

বগুড়ায় আসছেন জামায়াতের আমীর, নেতাকর্মীদের সমাগম

দেশটাকে আমরা কারো গোলামিতে পরিণত করতে চাই না : আমির হামজা

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৭