ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:১২ দুপুর

 হেলপারের হাতে ট্রাক, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 হেলপারের হাতে ট্রাক, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও  ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুরের ধলার মোড় এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর ট্রাকের এক শ্রমিক বলেন, আজ ভোরে আমরা ট্রাকে ইট লোড করে বসে থাকি। ট্রাকের চালক আসেন নাই এবং ফোনেও পাই নাই। পরে আমরা হেলপার দিয়ে ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় এসে দুর্ঘটনার কবলে পড়ি।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আরও পড়ুন

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ভাঙ্গা পৌর সদর নওপাড়া এলাকায় ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইটভর্তি একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভাঙ্গা হাসপাতালে ২৪ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 হেলপারের হাতে ট্রাক, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সঙ্গে বিএনপি’র চুক্তির বিষয়ে যা বলা হচ্ছে তা অপপ্রচার : মাহদী আমিন

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি : প্রধান উপদেষ্টা