ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:৫৬ দুপুর

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত, ছবি: দৈনিক করতোয়া ।

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পলাশবাড়ীতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

‘মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আলোর দিশারী মোরা, জাগবো আগামীর পৃথিবী গড়বো মোরা, নতুন সকাল এক আনবো, চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির এবং গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, নায়েবে আমির ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।

আরও পড়ুন

বক্তারা বলেন, আগামীর একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রদানের আহ্বান জানান। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সঙ্গে বিএনপি’র চুক্তির বিষয়ে য বলা হচ্ছে তা অপপ্রচার : মাহদী আমিন

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি : প্রধান উপদেষ্টা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২