ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:২০ রাত

ছেলের মৃত্যু শোকে প্রাণ হারালেন মা, অসুস্থ বাবা হাসপাতালে

ছেলের মৃত্যু শোকে প্রাণ হারালেন মা, অসুস্থ বাবা হাসপাতালে। প্রতীকী ছবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর খবরে শোক সইতে না পেরে অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন তার মা। একই ঘটনায় শোকে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা।

জানা যায়, মৃত আশরাফুল ইসলাম (২৮) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দুপুর ১২টায় আশরাফুল ইসলামের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। অল্প সময়ের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ছেলের মৃত্যুসংবাদে আশরাফুল ইসলামের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল, একদিনে আমাদের পরিবার যেন সব হারালো।

আরও পড়ুন

এলাকাবাসী ও স্থানীয় স্কুল শিক্ষক-সাংবাদিক আতিকুর রহমান বলেন, 'এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একদিনে মা–ছেলের মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারটির প্রতি আমাদের সবার গভীর সমবেদনা।'

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ পর্যন্ত প্রতিবেদন লেখা সময় আশরাফুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়নি। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ পৌঁছালে মা ও ছেলের দাফন একসাথেই সম্পন্ন করা হবে। একই পরিবারের দুইজনের এমন মর্মান্তিক মৃত্যুতে নীলকুঠি গ্রামে শোকের মাতম চলছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের মৃত্যু শোকে প্রাণ হারালেন মা, অসুস্থ বাবা হাসপাতালে

সিরাজগঞ্জ-১ আসনে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

বগুড়ার সোনাতলায় ডাব প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

বগুড়ার শিবগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণ সংযোগ ও নির্বাচনী সভা

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

'আপনাদের গাছের অনেক পেয়ারা চু/রি করে খেয়েছি, ক্ষমা করে দিবেন'