দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার জেল ও জরিমানা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জয়দেবপুর (টুলটুলি পাড়া) গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে শহিদুল ইসলামকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে উপরোক্ত দণ্ডে দন্ডিত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন







