ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ রাত

জামায়াত আমির ডা: শফিকুর শনিবার বগুড়ায় আসছেন, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা

জামায়াত আমির ডা: শফিকুর শনিবার বগুড়ায় আসছেন, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা: শফিকুর রহমান আজ শনিবার বগুড়ায় আসছেন। তিনি সকাল সাড়ে ৯ টায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। ডা. শফিকুর রহমান সকালে গাইবান্ধা থেকে বগুড়ার উদ্যেশে রওনা হবেন।

আসার পথে  বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের আহ্বানে মোকামতলা মহিলা কলেজ মাঠে ডা. শফিকুর রহমান বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ও শহর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন। জামায়াতের কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম জনসভায় বিশেষ অতিথি থাকবেন।

আমিরে জামায়াতের আগমনকে ঘিরে বগুড়ায় ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনভর মঞ্চ সজ্জা এবং মাইক সেটিংয়ের কাজ চলেছে। আজকের নির্বাচনী জনসভায় প্রচুর মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

তিনি শুক্রবার বিকেলে জনসভার ভেন্যু পরিদর্শন শেষে প্রেসব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন। আবিদুর রহমান বলেন, ডা: শফিকুর রহমান শুধু জামায়াতের আমির নন, তিনি সারাদেশের মানুষের মুক্তির কান্ডারী। জাতি ডা:  শফিকুর রহমানের হাত ধরে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়া আমিরে জামায়াতের বগুড়ার জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা।

আরও পড়ুন

ইতোমধ্যেই জনসভাকে ঘিরে সারা বগুড়া জেলায় মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে বগুড়াবাসী আমিরে জামায়াতের জনসভায় অংশগ্রহন করে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন ব্যক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসব্রিফিংকালে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল-আমিন, কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

জামায়াত আমির ডা: শফিকুর শনিবার বগুড়ায় আসছেন, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর গণসংযোগ

ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সতর্কতা জারি

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে ডাকসু নেতা মোসাদ্দেক

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় তাঁতী লীগের নেতা গ্রেফতার