ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ বিকাল

 তারেক রহমান

 ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

সংগৃহিত, ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই মানুষ নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি বলেন, ‘এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফেকি, এদের এই শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে, যে তোরা এগুলা বন্ধ কর। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজেই আসুন, এই শিরকিদের হাত থেকে, এই মুনাফেকদের হাত থেকে, এই ধোকাবাজদের হাত থেকে এই দেশকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।’


তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি বলেন, কেউ বিদেশে থাকেন, কেউ প্রয়োজনে অন্য দেশে চলে যান—কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় বলেছেন, এই দেশের মাটিই তার ঠিকানা।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একসঙ্গে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সঙ্গে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা জীবন বাজি রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলতে হবে। মন্দ হলে প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনসভা ও ভোটাধিকার বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে গুম, খুন, মামলা এবং অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, এসবের প্রভাব পড়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে; বেড়েছে বেকারত্ব।

আরও পড়ুন

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

নরসিংদীতে তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

চালু হওয়ার এক দিন পরেই অচল বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র

যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা আদিলুর

ছবি তোলা ছাড়াও যেসব কাজে লাগাতে পারেন ফোনের ক্যামেরা

আজ নায়করাজ রাজ্জাকের ৮৪ তম জন্মদিন

বাংলাদেশি সন্দেহে হত্যা, তবু ভারতে ম্যাচ বহাল: আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর