ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:২৪ দুপুর

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি 

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি, ছবি: সংগৃহীত।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ৯ দিন ধরে চলা আপিল শুনানি শেষ হয়েছে। শেষ দিনে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল শুনানি। এদিন বেশিরভাগই ফিরে পান মনোনয়ন। প্রার্থিতা ফিরে না পেয়ে ক্ষোভ জানান অনেকে। এদিকে পক্ষপাতীত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শেষ হয় বিকেলে।

বরগুনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামীমের অভিযোগ, আপিল শুনানির সময় নির্বাচন কমিশনাররা তাকে অবহেলা করেছেন। পক্ষপাতীত্বের অভিযোগ এনে, তিনি দাবি করেন, সব প্রমাণ থাকার পরও কমিশন তার মনোনয়ন বাতিল করেছে।

শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরও পড়ুন

শেষ দিনে সব মিলিয়ে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল। শুনানিতে আসা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের প্রধান জটিলতা ১ শতাংশ ভোটারের সাক্ষরতা সংক্রান্ত। তথ্য উপাত্ত উপস্থাপন করে মনোনয়ন ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলে প্রার্থীরা।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করেছে ছাত্রদল। তাদের দাবি, বিশেষ দুইটি দলের দিকে ঝুঁকে পড়েছে কমিশনের কর্মকর্তারা।

আন্দোলনে অংশ নেওয়া নেতা কর্মীরা বলছেন, শক্ত অবস্থান তৈরি না হলে, ভালো ভোট আয়োজন করতে ব্যর্থ হবে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি 

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

আজকের জেনারেশন কে ধ্বংস করার জন্য একদল ছেলেপেলে বেরিয়েছে -মির্জা আব্বাস

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা

মধুখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত