ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০২:০৭ দুপুর

বিশ্বকাপ বাছাই

শুভসূচনা মেয়েদের, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে বাংলাদেশ 

শুভসূচনা মেয়েদের, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে জ্বলে উঠল শারমিন আক্তার সুপ্তার ব্যাট। টপ অর্ডারে তার ঝড়ো ফিফটির পর বল হাতে ভেলকি দেখালেন নাহিদা আক্তার। অলরাউন্ড পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে ওপেনার দিলারা আক্তার ফেরার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (২) দ্রুত সাজঘরে ফেরেন। তবে তিন নম্বরে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস (১৭) ফেরার পর সোবহানা মোশতারিকে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি।

মোশতারি ২৯ বলে ৩২ রান করে সঙ্গ দিলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।

আরও পড়ুন

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে তারা। সপ্তম ওভারে রাবেয়া খান ওপেনার দিশা দিঙ্গারাকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করলেও তাকে থামান রিতু মনি।

এরপরই শুরু হয় নাহিদা আক্তারের ঘূর্ণিজাদু। বাঁহাতি এই স্পিনারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। নাহিদা ৪ ওভারে ২৪ রান খরচায় ৪টি এবং রিতু মনি সমান রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।এই জয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভসূচনা মেয়েদের, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে বাংলাদেশ 

নানক-তাপস সহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ, দুঃখ প্রকাশ ডাকসু নেতার 

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সমস্যা সমাধান করা হবে