ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ রাত

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত, খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনার জবাবে এবার সরাসরি তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

ইরানের চলমান অস্থিরতা ও বিক্ষোভ দমনে সরকারের কঠোর ভূমিকার সমালোচনা করে ট্রাম্প বলেন, খামেনি তার দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। সাম্প্রতিক বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভয় ও মৃত্যুর মিছিল সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখা কোনো নেতার কাজ হতে পারে না।

এই পাল্টাপাল্টি বক্তব্যের সূচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির দেওয়া মন্তব্য থেকে। সেখানে তিনি ইরানের সহিংসতার জন্য ট্রাম্পকে দায়ী করে অভিযোগ করেন, সাধারণ ইরানি জনগণের নাম ব্যবহার করে সহিংস গোষ্ঠীগুলোকে উসকানি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর জবাবে ট্রাম্প খামেনিকে ‘অসুস্থ মানুষ’ আখ্যা দিয়ে বলেন, তার শাসনে ইরান বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য দেশে পরিণত হয়েছে।

আরও পড়ুন

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সম্প্রতি খামেনি দাবি করেন, ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে স্বৈরাচারী ও নিপীড়নমূলক বলে উল্লেখ করেন এবং বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে নিয়ন্ত্রণ বজায় রাখা নেতৃত্বের পরিচয় নয়।

এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

অষ্টম দিনে আপিল মঞ্জুর ৪৫ জনের, নামঞ্জুর ৩৭

বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে সবজির দামে আগুন